Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to Bangladesh Ansar and Village Defense Force, Jhalkathi information.

Title
Distribution of Eid gifts among pensioners
Details
ঝালকাঠি জেলার ০৪ টি উপজেলার ১৬৩ জন ভাতাভোগী সদস্য-সদস্যাদের মধ্যে বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে  ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ একযোগে ৪ টি উপজেলায় এ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ২০০ গ্রাম রাধুনী ঘি, নুডুলস, সুজি, গুড়ো দুধ, ১ কেজি চিনিগুড়া চাল ইত্যাদি। ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্যগণ খুবই আনন্দিত ও খুশি। মহাপরিচালকের এ উদ্যোগে তারা খুবই উচ্ছ্বসিত ও বাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউএভিডিও মোঃ আল-আমিন মিয়া, টিআই ঝুমুর রায় প্রমুখ।
Attachments
Publish Date
27/03/2025
Archieve Date
30/04/2025