Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to Bangladesh Ansar and Village Defense Force, Jhalkathi information.

Title
District Commandant's exchange of views with Kathalia allowance recipients
Details

ঝালকাঠি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের অধীন কাঠালিয়া উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জেলা কমান্ড্যান্টের মতবিনিময় সভা ০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল সদস্যদের নিয়ে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বাহিনীর সদ্য যোগদানকৃত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের তিন নীতি— সক্ষমতা, সাম্যতা, হক বিষয়ে সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। ০৭ নভেম্বর আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত জেলা কমান্ড্যান্ট’স কনফারেন্সে বাহিনীর মহাপরিচালক কর্তৃক দিক নির্দেশনামূলক বক্তব্য ও সিদ্ধান্তসমূহ সম্পর্কে সকলকে অবহিত করা হয়। আলোচনা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা কমান্ড্যান্ট। তিনি বলেন, নতুন বাংলাদেশের পদযাত্রায় বাহিনী নতুনরূপে এগিয়ে যাবে। সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সকল সদস্যদের ন্যায়সংগত ও যৌক্তিক দাবি প্রতিষ্ঠা পাবে। সে পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণ করে দায়িত্ব পালন করে যেতে বলেন। তিনি আরো বলেন, এমন কিছু করা উচিত হবে না যা বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। আনসার ভিডিপি ক্লাবসমূহকে পুনরুজ্জীবিত করতে সকলকে কাজ করে যেতে বলেন।  

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা খানম, উপজেলা প্রশিক্ষক মোঃ ইস্পাকুল প্রমুখ।

Images
Attachments
Publish Date
09/12/2024
Archieve Date
31/12/2024