প্রদীপ চন্দ্র দত্ত
উপপরিচালক
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
জনাব প্রদীপ চন্দ্র দত্ত জেলা কমান্ড্যান্ট হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অত্র কার্যালয়ে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সহকারী পরিচালক পদে এ বাহিনীতে যোগদান করেন। তিনি মৌলিক প্রশিক্ষণ, বুনিয়াদি প্রশিক্ষণ, সেনাবাহিনীতে ওডব্লিউসি কোর্স, মিলিটারি ওরিয়েন্টশন কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। তিনি ৩৬ আনসার ব্যাটালিয়ন, লংগদু, রাঙ্গামাটিতে অধিনায়কের চলতি দায়িত্ব পালন করেন। এখানে যোগদানের পূর্বে তিনি মেহেরপুরে জেলা কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৮৭ সালের ১৫ এপ্রিল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বিবাহিত—এক কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস