ভিডিপি এডভান্সড কোর্স প্রশিক্ষণ∑পুরুষ (১ম ধাপ)
শুরু তারিখ : ০৯ এপ্রিল ২০২৫ খ্রি.
ব্যাপ্তিকাল : ২৮ দিন
স্থান: জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ঝালকাঠি
প্রশিক্ষণার্থীর যোগ্যতা:
ক) ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত ও প্লাটুনভুক্ত সদস্য;
খ) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে;
গ) বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে;
ঘ) ন্যূনতম এসএসসি পাশ;
ঙ) উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৫ ইঞ্চি;
চ) শারীরিক ও মানসিকভাবে সুস্থ;
ছ) নিজ এলাকার স্থায়ী বাসিন্দা ও কর্মসংস্থান আছে;
জ) নিজ এলাকায় সুনামের অধিকারী;
ঝ) স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী;
ঞ) নিজ এনআইডি দ্বারা বিকাশ/নগদ/রকেট খোলা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
ক) সরকারি খরচে থাকা-খাওয়া;
খ) অস্ত্র চালনায় পারদর্শিতা অর্জন;
গ) বাহিনীর স্বেচ্ছাসেবী হিসেবে তালিকাভুক্ত হওয়া;
ঘ) পরবর্তীতে বাহিনী কর্তৃক প্রদত্ত পেশাগত/কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়া;
ঙ) আভি ব্যাংকে শেয়ার কর্তন এবং পরবর্তীতে লোন গ্রহণের মাধ্যমে আয়বর্ধক কাজ করা;
চ) ইউনিয়ন/পৌরসভার দলনেতা, উপজেলা/ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে নিয়োগ লাভের সুযোগ;
ছ) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক বছরের জন্য চাকুরি লাভের সুযোগ;
জ) বাহিনীর যেকোন নিয়োগে অগ্রাধিকার প্রাপ্ত হওয়া;
ঝ) দক্ষ প্রশিক্ষক, জেলা/উপজেলা কর্মকর্তা কর্তৃক বিশেষায়িত ক্লাস ও প্রশিক্ষণ গ্রহণ;
ঞ) প্রশিক্ষণ শেষে সনদ ও যাতায়াত ভাতা প্রাপ্ত হবেন।
আগ্রহী ও যোগ্য প্রশিক্ষণার্থীগণ ৭ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে স্ব স্ব উপজেলা আনসার ও ভিডিপি অফিসে স্বশরীরে হাজির হয়ে এনআইডি, এসএসসি পাশ সনদ, চেয়ারম্যান সনদ, নিজ নামে বিকাশ/নগদ/রকেট নম্বর, কাগজপত্রের ০১ সেট ফটোকপিসহ যোগাযোগ করতে বলা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস