শিরোনাম
ভাতাভোগী সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিস্তারিত
ঝালকাঠি জেলার ০৪ টি উপজেলার ১৬৩ জন ভাতাভোগী সদস্য-সদস্যাদের মধ্যে বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ একযোগে ৪ টি উপজেলায় এ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ২০০ গ্রাম রাধুনী ঘি, নুডুলস, সুজি, গুড়ো দুধ, ১ কেজি চিনিগুড়া চাল ইত্যাদি। ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্যগণ খুবই আনন্দিত ও খুশি। মহাপরিচালকের এ উদ্যোগে তারা খুবই উচ্ছ্বসিত ও বাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউএভিডিও মোঃ আল-আমিন মিয়া, টিআই ঝুমুর রায় প্রমুখ।