বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর উপজেলা ঝালকাঠি কর্তৃক পরিচালিত ওয়ার্ডভিত্তিক ১০ দিন মেয়াদি ‘নগর প্রতিরক্ষা দল প্রশিক্ষণ’ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান আজ (২৬ জুন, বৃহস্পতিবার) ১২৩০ টায় জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমান্ড্যান্ট ঝালকাঠি জনাব প্রদীপ চন্দ্র দত্ত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা প্রশিক্ষক (মহিলা) ঝুমুর রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউএভিডিও জনাব মোঃ আল-আমিন মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে এ বাহিনীর অবদান অপরিসীম। উক্ত প্রশিক্ষণ গ্রহণ দ্বারা এ বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার যোগ্যতা সৃষ্ট হলো। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের প্রেক্ষিতে সকল সদস্যকে প্রশিক্ষণ গ্রহণ দ্বারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠার পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা ও সমাজনেতা হিসেবে প্রস্তুত হওয়ার প্রয়াস চালাতে হবে।” শপথ গ্রহণ, সনদপত্র এবং বাছাইকৃত সেরা ০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য যে, ঝালকাঠি পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ড হতে অংশ নেওয়া ৬৪ জন প্রশিক্ষণার্থীর (পুরুষ ও মহিলা) মধ্যে ৬০ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস