Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝালকাঠি এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম; বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।


শিরোনাম
ঝালকাঠি আনসার-ভিডিপি কার্যালয়ে ‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ প্রশিক্ষণের শুভ উদ্বোধন
বিস্তারিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক ২৮ দিন মেয়াদি ‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ (০৯ এপ্রিল, বুধবার) ১১৩০ টায় জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রেঞ্জ কমান্ডার, বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ আসাদুজ্জামান গনী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে এ বাহিনীর অবদান অপরিসীম। প্রশিক্ষণ গ্রহণ দ্বারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠার পাশাপাশি আত্মনির্ভরশীলতার দ্বারা দেশের আর্থসামাজিক উন্নয়নে এ বাহিনীর সদস্যরা প্রভূত ভূমিকা রেখে চলেছে। উক্ত প্রশিক্ষণ গ্রহণ দ্বারা এ বাহিনীর গর্বিত সদস্য হওয়ার যোগ্যতা সৃষ্ট হলো। তিনি প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে দেশ ও সমাজের আর্থাসামাজিক উন্নয়নে এবং জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখার মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করার আহবান জানান। সদর উপজেলা ইউএভিডিও মোঃ আল-আমিন মিয়ার সঞ্চালনায় এ সময় জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত সহ কোর্সের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গঠিত বাছাই কমিটি কর্তৃক জেলার চারটি উপজেলা হতে ৫৩ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ০৯ এপ্রিল হতে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ ০৬ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/04/2025
আর্কাইভ তারিখ
31/05/2025