আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠিতে ‘ভিডিপি দিবস ২০২৫’ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন, উদ্বোধন পরবর্তী র্যালি ও সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। জেলাপ্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত। অন্যান্যের মধ্যে সকল উপজেলার ইউএভিডিও, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকা ও ১৫০ জন আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯৭৬ সালের ৫ জানুয়ারি ভিডিপি প্রতিষ্ঠা লাভ করে। সে অনুযায়ী ৫ জানুয়ারি ভিডিপি দিবস পালিত হয়ে আসছে। তার আলোকে এবারই প্রথম জেলা পর্যায়ে এ দিবসটি পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস