Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝালকাঠি এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম; বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।


শিরোনাম
ঝালকাঠিতে আনসার-ভিডিপি’র রেঞ্জ পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
বিস্তারিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ফুটবল, ভলিবল ও কাবাডি ইভেন্ট ছিল।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর বেলা ১২ টায় ঝালকাঠি আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে কাবাডি এবং ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় জেলা মিনি ষ্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকল ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনী। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।

প্রধান অতিথি তিনটি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘দেশের জন্য নিজেদের উপর দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক, মানসিক ও সুস্থ জীবন যাপনে খেলাধুলা অপরিহার্য।’ তিনটি ইভেন্টে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের আরো কঠোর অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়াঙ্গনে সাফল্যের এ ধারাবাহিকতাকে অব্যাহত রাখার আহবান জানান এই কর্মকর্তা।

আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের মধ্যে ফুটবল খেলায় বরিশাল জেলাকে ৬-০ গোলে পরাজিত করেছে আনসার ভিডিপির ঝালকাঠি জেলা টিম। ভলিবল খেলায় বরগুনা জেলা টিমকে পরাজিত করে জয়লাভ করেছে আনসার ভিডিপির পটুয়াখালী জেলা টিম। অপরদিকে কাবাডি প্রতিযোগীতায় ভোলা জেলা দল পিরোজপুর জেলা দলকে পরাজিত করে জয়লাভ করেছে।

সকল ক্রীড়া প্রতিযোগীতায় রেফারীর দায়িত্ব পালন করেছেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা মনোনীত আ.স.ম গালিব মাহমুদ, মো. নাসির উদ্দিন এবং নুরনবী খান।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/12/2024
আর্কাইভ তারিখ
31/01/2025