২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ১২০০ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝালকাঠি জেলাধীন ৪ টি উপজেলায় চলমান ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জেলার চারটি উপজেলা হতে ০৪ টি ইউনিয়নের অংশগ্রহণকারী মোট ২১১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১৯৫ জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ সফল্ভাবে সম্পন্ন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে তার জন্মলগ্ন থেকে জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রতিটি দুর্যোগ মুহূর্তে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হওয়া এ বাহিনীর সদস্য হতে পারা অত্যন্ত গৌরবের। উক্ত প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে এ গৌরবের অংশীদার হওয়ার যোগ্যতা অর্জন হলো। গণঅভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশ বিনির্মাণে, অদূর ভবিষ্যতে দেশের প্রয়োজনে বাহিনীর আহবানে সাড়া দিয়ে নিজেদের যোগ্যতা প্রদর্শন এবং নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মধ্যেই এ প্রশিক্ষণ গ্রহণের সার্থকতা নিহিত।” তিনি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখার মাধ্যমে বাহিনীর সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্যের মধ্যে সদর ইউএভিডিও মোঃ আল-আমিন মিয়া, সদর উপজেলা প্রশিক্ষিকা ঝুমুর রায়, সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী, উপজেলা কোম্পানি কমান্ডার এবং বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস